ছয় দফা নিউজ ডেস্ক:
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি নয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসঅন্তত ৫৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় আহত হয়েছে ৫০ জন। বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ভবনটিতে আগুন লাগে।
মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা নিয়ন্ত্রণে আসে। নয় তলা ভবনটিতে ১৫০টি পরিবারের বসবাস। ভবনটি হ্যানয়ের দক্ষিণ-পশ্চিমের আবাসিক এলাকার একটি সরু গলিতে অবস্থিত। কর্তৃপক্ষ প্রায় ৭০ জনকে উদ্ধার করেছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন থেকে বাঁচতে একটি ছোট শিশুকে উঁচু তলা থেকে ছুড়ে নিচে ফেলা হয়। তিনি বলে, আমি ঘুমাতে যাচ্ছিলাম। তখন আমি পোড়া গন্ধ পেলাম। বাইরে গিয়ে আগুন লেগেছে। তিনি আরো বলেন, ধোঁয়া সর্বত্র ছড়িয়ে ছিল। ছোট একটি ছেলে শিশুকে উঁচু থেকে নিচে ছুড়ে ফেলা হয়েছিল। আমি জানি না সে বেঁচেছিল কিনা? যদিও সাহায্যকারীরা তাকে ধরার জন্য গদির ব্যবহার করেছিল।
পুলিশ আগুন লাগার কারণ অনুসন্ধান শুরু করেছে। ভিয়েতনাম সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মারাত্মক অগ্নিকাণ্ডের সম্মুখীন হয়েছে। এর আগে, একটি তিনতলা বারে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল। সেই অগ্নিকাণ্ডে ১৭ জনের মতো মানুষ আহত হয়েছিল। দেশটির হো চিন মিন সিটিতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লেগে ২০১৮ সালে ১৩ জন নিহত হন। এছাড়া ২০১৬ সালে হ্যানয়েতে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হন।