পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

কোনো অনুভূতি কাজ করছে না ম্যাক্সওয়েলের

ছয় দফা নিউজ ডেস্ক: 

অবিশ্বাস্য এক ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে আফগানিস্তানকে হারিয়ে দিলেন অভাবনীয়ভাবে। ২০১* রানের ইতিহাস গড়া ইনিংস খেলে জয় ছিনিয়ে আনা অজি ব্যাটার ম্যাচ শেষে বললেন, কোনো অনুভূতি কাজ করছে না তার।
মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের দেয়া ২৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে যায় অস্ট্রেলিয়ার। এরপর অষ্টম উইকেটে প্যাট কামিন্সকে নিয়ে ২০২ রানের অপরাজিত জুটিতে জয় তুলে নেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২১ চার ও ১০ ছক্কায় ২০১* রান করেন তিনি। ৬৮ বলে ১২ রান নিয়ে একপাশ আগলে রাখেন অধিনায়ক কামিন্স। ম্যাচ শেষে ম্যাক্সওয়েল বলেন, ‘ভালো লাগছে, যদিও অনুভূতি খুব একটা কাজ করছে না। দুর্দান্ত ছিল। মনে হয়েছে আমি আর প্যাটি (প্যাট কামিন্স) মজা করছিলাম।’
ম্যাচ জুড়ে খোড়াতে দেখা গিয়েছে ম্যাক্সওয়েলকে। পায়ের চোটে সিঙ্গেলও নিতে পারছিলেন না অজি ব্যাটার।
ইনজুরি নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আগামী কয়েক দিনে হয়তো পরিস্থিতি আরো বুঝতে পারব, আশা করছি হ্যামস্ট্রিং ও পায়ের পেছনের মাংসপেশিতে নড়াচড়া ফিরে পাব। বর্তমানে অবস্থা বেশ বাজে।’
ম্যাক্সওয়েল জানান, আফগান লেগ স্পিনার রশিদ খানকে দেখেশুনে খেলাতেই সাফল্য পেয়েছেন তিনি। ম্যাক্সি বলেন, ‘আমরা জানতাম, শেষ ১৩ ওভারের মধ্যে রশিদের ১৮ বল বাকি ছিল। রশিদকে ম্যাচে প্রভাব ফেলতে না দেয়ায় আমার মনে হয়েছে অন্য বোলারদের বাউন্ডারি মারতে পারব। রশিদকেই অকার্যকর রাখায় মনোযোগ দিয়েছি, শেষদিকে তাকে কোনো ভূমিকা রাখতে দিতে চাইনি। আমার মনে হচ্ছিল, শেষে রশিদকে ব্যর্থ করতে পারলে সব ঠিক থাকবে।’
টানা দুই হারে বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের পর অনেকেই অজিদের লীগ পর্ব থেকে বিদায় আশঙ্কা করছিলেন। সেই অস্ট্রেলিয়াই টানা ৬ জয়ে সেমিফাইনালে পৌঁছে গেলো। ম্যাক্সওয়েল বলেন, ‘প্রথম দুই ম্যাচের পর তো অনেকেই আমাদের বিশ্বকাপ থেকে বাদ দিয়েই দিয়েছিল। যথাসময়ে টানা ছয়টা জয় তুলে নিয়েছি আমরা। আর এমন উদ্দীপ্ত প্রতিপক্ষের বিপক্ষে আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। তাই সেমিফাইনালে পৌঁছানো দুর্দান্ত এক অনুভূতি।’
রাউন্ড রবিন লীগ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে। আগামী ১১ই নভেম্বর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

তথ্যসূত্রঃমানবজমিন অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ