পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪

বরখাস্ত পুরো বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন চেয়ারম্যান রানাতুঙ্গা

ছয় দফা নিউজ ডেস্ক:

বিশ্বকাপে সুবিধা করতে পারছে না শ্রীলঙ্কা। কাগজ-কলমে সেমিফাইনালের সম্ভাবনা টিকে থাকলেও লঙ্কানদের বিদায় মোটামুটি নিশ্চিত। এরইমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) গোটা কমিটিকে বরখাস্ত করে দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। একইসঙ্গে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
বেশ কয়েক মাস ধরে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের মতবিরোধ চলছিল। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা ২৬০ পাতার সরকারি অডিটে তুলে ধরা হয়েছে। অসদাচরণের তদন্তে লঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে তিন সদস্যের একটি প্যানেল নিয়োগ দিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে ক্রীড়ামন্ত্রী রানাসিংহে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে ‘বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ’ অভিহিত করে বলেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরের দিনই পদত্যাগ করেছিলেন ক্রিকেট বোর্ড সেক্রেটারি মোহন ডি সিলভা। এবার পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্তের নতুন সিদ্ধান্তের কথা জানা গেল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের বিপক্ষে ৩০২ রানের লজ্জাজনক হারের পরই চলমান বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়।
পুরাতন কমিটিকে বরখাস্তের পরই ৭ সদস্যের ভারপ্রাপ্ত পরিচালনা কমিটি গঠন করে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়।
দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইন অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বাধীন কমিটির বাকি সদস্যরা হলেনÑ শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, আইনজীবী রাকিথা রাজাপক্ষে, ব্যবসায়ী হিশাম জামালদিন, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা।

তথ্যসূত্রঃমানবজমিন অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ