পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

সন্ধ্যায় মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

ছয় দফা নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় আজ শনিবার (১১ নভেম্বর) থেকে শুরু হয়েছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। পোল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এবারের আসর। পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে জাপান। প্রথমদিনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। চ্যাম্পিয়ন ব্রাজিলের পাশাপাশি একই দিনে মাঠে নামছে আর্জেন্টিনা।
ব্রাজিলের প্রতিপক্ষ ইরান। জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরানের মোকাবিলা করবে সেলেসাওরা। অন্যদিকে, আর্জেন্টিনা খেলবে সেনেগোলের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে জালাক হারুপাত সোরেয়াং স্টেডিয়ামে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
বিশ্বকাপে ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের খেলতে হবে ইংল্যান্ড, ইরান ও নিউ ক্যালিডোনিয়ার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ জাপান, পোল্যান্ড ও সেনেগাল।
আজ থেকে শুরু হওয়া বিশ্বকাপে অংশ নিয়েছে ২৪টি দল। ইন্দোনেশিয়ার চারটি শহরে আসর চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

তথ্যসূত্রঃএনটিভি অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ