পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ছয় দফা নিউজ ডেস্ক:
এজাজ প্যাটেলকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে ছক্কায় ওড়ানোর চেষ্টায় পুরোপুরি ব্যর্থ হলেন শরিফুল ইসলাম। তার স্টাম্পড হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংসও। নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিল স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ৩১০ রান করা বাংলাদেশ এবার গুটিয়ে গেল ৩৩৮ রানে। কিউইরা নিজেদের প্রথম ইনিংসে করেছিল ৩১৭ রান। ৭ রানের লিড নিয়েছিল তারা।

২১২ রান ও ৭ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু খুব একটা ভালো করতে পারেনি তারা। শেষ দিকে দ্রুত উইকেটগুলো হারায় বাংলাদেশ। ৪৭ রান তুলতে শেষ ৪ উইকেট হারায় স্বাগতিকরা। নুরুল হাসান সোহান ১০, নাঈম হাসান ৪ , তাইজুল ইসলাম ০ ও শরিফুল ফিরেছেন ১০ রানে।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট এটি তার পঞ্চম ফিফটি।

বাংলাদেশের এই পুঁজি এনে দেওয়ার কারিগর নাজমুল হোসেন শান্ত। টেস্ট নেতৃত্বের অভিষেকে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন তিনি। আগের দিনের ১০৪ রানের সঙ্গে ১ রান যোগ করতেই দিনের দ্বিতীয় ওভারে ফিরে যান বাঁহাতি এই ব্যাটসম্যান।

অবদান কম নয় মুশফিকুর রহিমের। ৬৭ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এছাড়া ৪০ রান এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন এজাজ, ১৪৮ রান দিয়ে। প্রথম ইনিংসে বাঁহাতি স্পিনারের শিকার ছিল দুটি।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ