পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

গাইবান্ধায় ৫২ জনের মনোনয়নপত্র জমা : আ.লীগ জাপার পাশাপাশি আছেন ১১ দল ও ১৯ স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত ৫২টি মনোনয়নপত্র জমা হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পাশাপাশি রয়েছে ১১টি রাজনৈতিক দল ও ১৯ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি জমা পড়েছে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে, মোট ১৬টি। এছাড়া গাইবান্ধা-২ (সদর) আসনে ১০ জন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনে ১২ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৭ জন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৭ জন মনোনয়নপত্র জমা।

গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আফরুজা বারী, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. গোলাম আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোছা. আইরিন আক্তার, জাকের পার্টির মো. মোশাররফ হোসেন, বিএনএফ এর মো. ওমর ফারুক সিজার, গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের মো. আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের খন্দকার রবিউল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো. ফখরুল হাসান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাফিজার রহমান সরদার, এনপিপি প্রার্থীসহ স্বতন্ত্র মো. মোস্তফা মহসিন, আব্দুল্লাহ নাহিদ নিগার, এবিএম মিজানুর রহমান, মো. জয়নাল আবেদীন।

এদিকে গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ১০ জন মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাকারীরা হলেন আওয়ামী লীগের বর্তমান এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জাতীয় পার্টির আব্দুর রশীদ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গোলাম মারুফ মোনা, কৃষক শ্রমিক জনতা লীগের আবু তাহের সায়াদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, মাসুমা আক্তার, সাজেদুর রহমান, মকদুবর রহমান সরকার ও রকিবুল ইসলাম।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২জন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী, জাসদের এস.এম খাদেমুল ইসলাম খুদি, বাংলাদেশ কল্যাণ পার্টির বীরমুক্তিযোদ্ধা ব্রিগেডিয়া জেনারেল (অবঃ) মো. মাহমুদুল হক, জাকের পার্টির মোছাদ্দেক হোসেন, এনপিপির মো. জাহাঙ্গীর আলম, কৃষক শ্রমিক জনতা লীগের মো. মোস্তফা মনিরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান ও সাদল্লাপুর আ’লীগের সহসভাপতি সাহারিয়া খান বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মফিজল হক সরকার, আজিজার রহমান, ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ ও মো. মঞ্জুরুল হক সাচ্ছা।

অন্যদিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট সাত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির অধ্যক্ষ কাজী মশিউর রহমান, জাকের পার্টির আবুল কালাম, স্বতন্ত্র বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও শ্যামলেন্দু মোহন রায়।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মোট ৭ জন মনোনয়নপত্র জমা করেছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির আতাউর রহমান আতা, বিকল্পধারা বাংলাদেশের মনোনীত এ্যাড. জাহাঙ্গীর আলম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ফারুক মিয়া, স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী, শামসুল আজাদ শীতল ও এইচ.এম এরশাদ।

উল্লেখ্য, গাইবান্ধার পাঁচটি আসনে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলার ৪টি পৌরসভাসহ ৭টি উপজেলার ৮১টি ইউনিয়নে ৬৪৬টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই পাঁচ আসনে মোট ভোটার ২০ লাখ ৫২ হাজার ৬৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ১১ হাজার ৫৬৮ জন এবং ১০ লাখ ৪১ হাজার ১০৯ জন নারী ভোটার রয়েছেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ