পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

গাইবান্ধায় আরসিসি গার্ডার ব্রীজের উদ্বোধন করেন হুইপ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
এলজিইডি’র অধীনে ৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে কালিরবাজার সংলগ্ন মানস খালের উপর ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, এলজিইডির গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ আল হাসান, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গিদারী ইউনিয়ের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ইদু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

ব্রীজ উদ্বোধনকালে হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়নে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। জীবনমান উন্নয়ন এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের লোকজন নিবেদিতভাবে কাজ করছেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ