পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

গাইবান্ধায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের গর্তে আটকে পড়া কিশোরকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের ঘন্টাখানেকের চেষ্টায় উদ্ধার হলো গর্তের কাদা-পানিতে আটকে পড়া এক কিশোর। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে উপজেলায় নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পাইলিংয়ের জন্য খোড়া গর্তের কাদা-পানিতে নেমে আটকে পড়া ওই কিশোরের নাম অপূর্ব বিশ্বাস। সে গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়লিয়ার সুকুমার বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে অপূর্ব তার বন্ধুদের সাথে বোয়ালিয়া এলাকায় নির্র্মাণাধীন শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের একটি পাইলিংয়ের জন্য খোড়া গর্তের কাদা-পানিতে গোসলে নামে। এসময় সে বিপদজ্জনকভাবে গর্তে আটকে ডুবে যাওয়ার উপক্রম হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্র্ভিসের একটি দল তাকে বেলা সাড়ে তিনটার দিকে উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, সংকটাপন্ন অবস্থায় অপূর্ব বিশ্বাসকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারের কারে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ