পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

বগুড়ায় ‘চেতনায় বাংলা উৎসব’

স্টাফ রিপোর্টার: মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বগুড়ায় মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ চত্বরে ‘চেতনায় বাংলা উৎসব’ শিরোনামে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের পরিকল্পনা ও আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
চত্বর জুড়ে ‘আমায় দেখে নাম বলো’; ‘একুশকে জানি’; ‘ছন্দ মেলাই দ্বন্দ্ব ছাড়া’; ছবি দেখে গল্প বলি’; ‘ইচ্ছে ঘুড়ি’ নামে পাঁচটি স্টলে উপজেলার ১২৪ প্রাথমিক বিদ্যালয় থেকে ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষার আনন্দ, ভাষা নিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা ও ভাষা উদযাপনের দারুণ অভিজ্ঞতার কথা বলেছে। অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ নিজেদের অভূতপূর্ব অভিজ্ঞতা ও পেশাগত চর্চায় সহায়ক এমন আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সৃজনশীল এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন সকলকে ধন্যবাদ জানিয়ে শিক্ষা ও মেধার বিকাশে ভবিষ্যতেও এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। একই দিন উপজেলা হলরুমে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও করা হয়।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ