পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

বগুড়ায় উত্তরণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের পুনর্মিলনী

ছয় দফা নিউজ ডেস্ক: বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উত্তরণ উচ্চ বিদ্যালয় নারুলীতে আগামী ১৩ই এপ্রিল শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিদ্যালয় এর এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পুনর্মিলনী আয়োজন এর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি সভায় এই ঘোষণা দেয়া হয় এবং সকলের সম্মতিক্রমে পুনর্মিলনী আয়োজক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাক আহম্মেদ এবং সদস্য সচিব করা হয় সাবেক শিক্ষার্থী মোস্তফা গোলাপ কে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আল মামুন, ইমদাদুল হক তাজু, জাহাঙ্গীর আলম, সাকিনুর ইসলাম, গোলাম দস্তাগীর লিমন, সনেট ইসলাম, এসএম কুদরত আলী, রাশেদুন নবী নিরব, সালাউদ্দিন শুভ এবং জান্নাতুল ফেরদৌসী। এছাড়াও আয়োজক কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন প্রধান, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা পারভীন, সাবেক সহকারী প্রধান শিক্ষক রামগোপাল গোস্বামী, সাবেক সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠানের বর্তমান সিনিয়র শিক্ষক যথাক্রমে মাহফুজুল আলম তালুকদার বাদল, উম্মে কুলসুম, নাসরিন সুলতানা, সাহানা আক্তার, আরতি রানী দাস ও সাইফুল ইসলাম। সভায় শিক্ষক এবং শিক্ষার্থীরা বলেন, দৃষ্টিনন্দন ও সৃজনশীল নানা আয়োজনের মধ্য দিয়ে আগামী ১৩ই এপ্রিল পুনর্মিলনী হতে যাচ্ছে। অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি, স্কুল জীবনের সকল স্মৃতিচারণপর্ব, সংবর্ধনা অনুষ্ঠান, র‍্যাফেল ড্রসহ আয়োজন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুধু তাই নয় পুনর্মিলনী কে ঘিরে একদিকে যেমন সাবেক শিক্ষার্থীরা ফিরবে তাদের শিকড়ে তেমনি একে অপরের সাথে পুন:স্থাপন হবে দৃঢ়যোগাযোগ। অনুষ্ঠানটিকে ঘিরে উদ্যোগ নেয়া হয়েছে নানা সৃজনশীল পরিবেশনারও। আয়োজক কমিটির নেতৃবৃন্দরা জানান, ১৩ই এপ্রিল পুনর্মিলনীকে সামনে রেখে আগামী ৫ই মার্চ থেকে শুরু হবে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন পর্ব যেখানে প্রাথমিকভাবে চাঁদা নির্ধারিত হয়েছে মাথাপিছু ১১০০/- টাকা করে। দ্রুততম সময়ে ১৯৯৫-২০১৯ইং পর্যন্ত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান জানান সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ