ছয় দফা নিউজ ডেস্ক:
রাজধানীর লালমাটিয়ায় একটি ভবনের নিচে চেয়ার পেতে বসেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা। বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রতিদিনই তাঁরা এখানে ছিলেন।
সেখানে কথা হয় ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মাসুদ বারীর সঙ্গে। তিনি বলেন, ‘বিএনপি যেন অশান্তি না করতে পারে, সে জন্য মাঠে আছি। হরতাল-অবরোধ যা-ই করুক, আমরা থাকব। নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত রাজপথ থেকে নড়ব না।’
গত মঙ্গলবার সকাল থেকে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়। দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীও। এই কর্মসূচির বিপরীতে মাঠে থাকবে বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অবরোধ কর্মসূচির শেষ দিনেও রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।