ছয় দফা নিউজ ডেস্ক:
বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে দ্বিতীয় দিনেও রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন।
বুধবার (১ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে। যে হাতে বোমা মারে, সেই হাত ভেঙে দাও; বিএনপি জামায়াতের অবরোধ মানি না, মানবো না; শেখ হাসিনা সরকার বার বার দরকার; চোর চোর বিশ্ব চোর, তারেক জিয়া বিশ্ব চোর; চোর চোর বিশ্ব চোর, খালেদা জিয়া বিশ্ব চোর; খেলা হবে খেলা হবে, তারেক জিয়ার বিরুদ্ধে; খেলা হবে খেলা হবে, খালেদা জিয়ার বিরুদ্ধে; চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে; শেখ হাসিনা ভয় নাই, রাজপথে ছাড়ি নাই; দেশবিরোধী অবরোধ, জনগণ মানে না; শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য; শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে; ভবিষ্যতে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা; এ্যাকশন এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী সাগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এছাড়া উপস্থিত রয়েছেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উপস্থিতি। এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
নেতাকর্মীরা বলেন, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চাই। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাই। জনগণের জানমালের রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি। আমরা নির্বাচন পর্যন্ত এভাবেই রাজপথে থাকবো।