প্রতিবন্ধীদের স্বার্থ দেখতে ঢাকায় ‘সমতার বাংলাদেশ’ নামে একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠন এবং সাইটসেভার্স যৌথভাবে এটি শুরু করেছে।
বৃহস্পতিবার (১১ মে) ঢাকার আমারি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইন শুরু হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করবে ‘সমতার বাংলাদেশ’। এছাড়া তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সরকারি পরিষেবাগুলোতে সমান সুযোগ নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে এ ক্যাম্পেইন। এর সঙ্গে যুক্ত থাকবে ২০টি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ খান খসরু। এছাড়াও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘সমতার বাংলাদেশ’ ক্যাম্পেইন প্রতিবন্ধীদের নিয়ে সরকারের সঙ্গে কাজ করার একটি যোগসূত্র স্থাপন করবে।