পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১২৫০০

ছয় দফা নিউজ ডেস্ক:

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে থাকা তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার দুপুরে এ ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
তিনি জানান, ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা, যা ১ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে। বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।
সংবাদ সম্মেলনের আগে শ্রম প্রতিমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
বেশ কিছুদিন ধরেই রাজধানীসহ বেশ কিছু এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে। ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেয়া হয়েছে যানবাহনে।
পরিস্থিতি মোকাবিলয়া পুলিশের পাশাপাশি কয়েকটি জায়গায় নামানো হয়েছে বিজিবি। বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি পোশাক কারখানা।
এ অবস্থায় গত ১ নভেম্বর মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৪ টাকার প্রস্তাব করেন। আর মালিকদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান প্রস্তাব করেন ন্যূনতম ১০ হাজার ৪০০ টাকা মজুরির।

তথ্যসূত্রঃনিউজ বাংলা

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ