ছয় দফা নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, অন্য দেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই, বাংলাদেশ নিয়ে প্রতিদিন কথা বলে। তাদের ‘অ্যাম্বাসেডরস পার্টি’ নামে একটি রাজনৈতিক দল গঠন করা উচিত। যদি তারা গ্যারান্টি দেয় যারা এই দলের পক্ষে ভোট দেবে তাদের দেশে নিয়ে যাবে, তাহলে কিছু মানুষ তাদের ভোট দিতেও পারে।
আজ রোববার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় সাংবাদিকরা নির্বাচন পেছানোর কোনো সুযোগ আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই এটা পেছানো হবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সর্বত্র উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে এবং দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। বিএনপি নির্বাচনে না এলে বিএনপির অনেক নেতা-কর্মী দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দিতে পারে। ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম নেওয়া একটি রাজনৈতিক দল কীভাবে তার বিশ্বাসযোগ্যতা হারায়- সেই ইতিহাস তৈরি হবে।
মোমেন বলেন, যেহেতু ইসি কোনো বাধা সৃষ্টি করছে না, তাই নির্বাচনে অংশ নিতে বিএনপিকে স্বাগত জানাই। ‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনের একটি মাত্র উপায় আছে, সেটি হচ্ছে নির্বাচন।
বিএনপি নানান অজুহাত দেখাচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, যারা মানুষের জানমালের ক্ষতি করবে, তাদের শাস্তি দেওয়া হবে। ‘এগুলো গ্রহণযোগ্য নয়। তাদের উচিত মানুষের কাছে ক্ষমা চাওয়া।’