ছয় দফা নিউজ ডেস্ক:
প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পণ্যের রপ্তানি বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে। রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে বিদেশে আমাদের মিশনগুলোকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।’
আজ শনিবার (২০ জানুয়ারি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ সংবাদ সম্মেলন হয়। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল রোববার (২১ জানুয়ারি) থেকে রাজধানীর পূর্বাচলে এ বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্যমেলা শুরু হচ্ছে। এই মেলার মূল উদ্দেশ্য গার্মেন্টসের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানিকে বহুমুখী করার উপায় বের করা।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমরা আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে পরিচিত করতে চাই। মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীরা যাতে প্রতারিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।’