পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু

ছয় দফা নিউজ ডেস্ক:
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আজ দেশের ১৩ টি জেলায় পাঠানো হয়েছে ব্যালট পেপার। পর্যায়ক্রমে সব জেলায় পাঠানো হবে বলে জানিয়েছে কমিশন।

জেলাগুলোতে এর আগেই ব্যালট বাক্স পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলার নির্বাচন অফিসে সেগুলো সংরক্ষণ করা আছে।

ব্যালট পেপার এখন জেলাগুলোর নির্বাচন অফিসে থাকবে। ভোটের দিন সকালে পাঠানো হবে কেন্দ্রে।

আগের সব নির্বাচনে ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হলেও এবার নির্বাচন কমিশনের পরিকল্পনা একটু ভিন্ন। ভোটের আগের দিন রাতে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

১৭ ডিসেম্বর আসনভিত্তিক প্রতীক বরাদ্দের পর সে অনুযায়ী ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু করে নির্বাচন কমিশন।

তথ্যসূত্রঃএখন টিভি অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ