পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

নির্বাচন নিয়ে অযৌক্তিক চাপ, জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

ছয় দফা নিউজ ডেস্ক:
আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ বিভিন্ন মহল থেকে অযাচিত ও অযৌক্তিক রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের মহাসচিবের শেফ দ্য ক্যাবিনেট আর্ল কোর্টনে র‌্যাট্রের কাছে গত মাসে এক চিঠিতে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর চিঠিটি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বৈশ্বিক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এই চিঠি সম্পর্কে সাংবাদিকদের বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় গত সেপ্টেম্বরে সংস্থাটির মহাসচিবের শেফ দ্য ক্যাবিনেট আর্ল কোর্টনে র‌্যাট্রের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতের পরই এই চিঠি পাঠিয়েছি।

ওই চিঠির বেশিরভাগই জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা এবং ভবিষ্যতে জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সহযোগিতার বিষয় নিয়ে লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী। চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণতন্ত্রের একজন ক্রুসেডার এবং প্রধানমন্ত্রী দেশের মানুষের ভোট, খাদ্য ও সুন্দর জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে অনেক কষ্ট করছেন বলে উল্লেখ করেছেন।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে হাজারো নির্বাচন, উপ-নির্বাচন, জাতীয় নির্বাচন, আঞ্চলিক নির্বাচন ও মেয়র নির্বাচনের আয়োজন করেছেন।ছোটখাটো কিছু ঘটনা ছাড়া সবগুলো নির্বাচনই ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মানুষের সম্মান রক্ষায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের একমাত্র দেশ, যেখানে এসব মূল্যবোধ প্রতিষ্ঠা করতে ৩০ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে। আসন্ন নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বিভিন্ন মহলের কাছ থেকে অযাচিত ও অযৌক্তিক রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ আশা করে জাতিসংঘ ও তার সচিবালয়, সংস্থা ও স্থানীয় কার্যালয়গুলো বাংলাদেশকে উন্নয়নের পথে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ