পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো পরিস্থিতি নেই : বাণিজ্য সচিব

ছয় দফা নিউজ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ‘বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো কোন পরিস্থিতি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে আমাদের পরিস্থিতির আরও উন্নতি হোক, আমরা সে বিষয়গুলো নিয়ে কাজ করছি।’
দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাণিজ্য সচিব আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের চিঠির বিষয়ে গার্মেন্টস মালিকরা অবগত আছেন, তারা কাজ করে যাচ্ছেন। বিশ্বব্যাপী অর্থনীতি সমস্যায় আছে। গত দুই মাসে বাংলাদেশেরও রপ্তানি কমেছে।’

‘আমরা কারও দয়া দক্ষিণায় রপ্তানি করি না, পণ্য ভালো বলেই বিদেশি দেশগুলো পণ্য নেয়’, বলেন তপন কান্তি ঘোষ।

সাংবাদিকদের তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী শ্রম আইন ও বেজা আইনে সংশোধন আনা হয়েছে। কর্মপরিবেশ, শ্রম অধিকার সব কিছুতেই পরিবর্তন আনা হয়েছে। শুল্কমুক্ত সুবিধার বিষয়ে কিছু সমস্যা রয়ে গেছে, সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এছাড়া ২০২৫ সালের জুনের মধ্যে বেপজা শ্রমিক আইনে সংশোধন আনা হবে। আর অগ্রগতির বিষয়ে চিঠি দিয়ে অল্প কিছুদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানান বাণিজ্য সচিব।

তথ্যসূত্রঃএখন টিভি অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ