পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

সোয়া লাখ বছরের মধ্যে ‘উষ্ণতম হতে পারে’২০২৩ সাল

ছয় দফা নিউজ ডেস্ক:
চলতি ২০২৩ সাল ‘অনেকটা নিশ্চিতভাবে’ এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে উষ্ণতম হতে পারে; আশঙ্কা করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিজ্ঞানীরা। ওই সময়ের মধ্যে বিশে^র উষ্ণতম মাস ছিল অক্টোবর, তথ্যে এমনটি নিশ্চিত হওয়ার পর বিজ্ঞানীরা বুধবার এই আশঙ্কা প্রকাশ করেন। এর আগে অক্টোবরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল ২০১৯ সালে। খবর রয়টার্সের।

অক্টোবর ব্যাপক ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিয়েছে, জানিয়েছে ইইউ কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস)। সিথ্রিএসের উপ-পরিচালক সামান্থা বার্জেস। তিনি বলেন, ‘শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ব্যবধানে রেকর্ডটি ভেঙেছে। এটি বিশাল এক মার্জিন।’ তিনি অক্টোবরের তাপমাত্রার এই অস্বাভাবিকতাকে ‘চরম’ বলে আখ্যা দিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই উষ্ণতা মানুষের কর্মকাণ্ড থেকে সৃষ্ট ধারাবাহিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফল। সঙ্গে যোগ হয়েছে চলতি বছরের এল নিনো আবহাওয়ার ধরন, যা প্রশান্ত মহাসাগরের পূর্বাংশের উপরিতলের পানিকে উষ্ণ করে তুলেছে।

বৈশ্বিকভাবে অক্টোবরের তাপমাত্রার গড় ১৮৫০ থেকে ১৯০০ সালের একই মাসের উষ্ণতা থেকে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ১৮৫০ থেকে ১৯০০-কে কোপার্নিকাস প্রাক-শিল্প সময়কাল বলে নির্ধারণ করেছে। সিথ্রিএস এক বিবৃতিতে বলেছে, রেকর্ড ভাঙা অক্টোবরের অর্থ ২০২৩ সাল এখন ‘প্রায় নিশ্চিতভাবে’ রেকর্ডকৃত উষ্ণতম বছর হতে পারে। আগের সবচেয়ে উষ্ণতম বছরটি ছিল ২০১৬, সেটিও আর একটি এল নিনো বছর।

বার্জেস বলেছেন, ‘আমরা যখন আমাদের তথ্যগুলো আইপিসিসির তথ্যগুলোর সঙ্গে একত্রিত করি, তখন আমরা বলতে পারি যে চলতি বছরটি গত ১ লাখ ২৫ হাজার বছরের মধ্যে উষ্ণতম।’ জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্যানেল আইপিসিসিতে বরফের কেন্দ্রদেশের, গাছের চক্রের ও প্রবাল সঞ্চয়ের গবেষণা থেকে প্রাপ্ত দীর্ঘমেয়াদি তথ্যের ভান্ডার আছে।

অক্টোবরের আগে ২০২৩-এর আরেকটি মাস এ ধরনের বড় ব্যবধানে তাপমাত্রার রেকর্ড ভেঙেছিল। সেটি ছিল সেপ্টেম্বর। দেশগুলো ধাপে ধাপে নির্গমন কমাতে ক্রমবর্ধমান উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা সত্ত্বেও এ পর্যন্ত সেগুলো বাস্তবায়িত হয়নি। বৈশ্বিক কার্বন ডাই অক্সাইড নির্গমন ২০২২ সালে রেকর্ড উচ্চতায় উঠেছে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ