ছয় দফা নিউজ ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। আফগান পুলিশের বরাত দিয়ে এএফপি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে নিপীড়িত শিয়া হাজারা সম্প্রদায়ের একটি ছিটমহলের কাছে কোট-ই-সাঙ্গি এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়।
এলাকাটি অতীতে জঙ্গিগোষ্ঠীর লক্ষ্যবস্তু ছিল।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান শনিবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন, ‘একটি মিনিবাসে বোমাটি রাখা হয়েছিল। গাড়ির চালক প্রাণ হারিয়েছেন এবং আরো তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।’ নিরাপত্তাকর্মীরা ঘটনাটি তদন্ত করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী তাদের টেলিগ্রাম চ্যানেলে এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, হাজারাদের বহনকারী একটি মিনিবাস তালেবান চেকপয়েন্টের মধ্য দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটানো হয়েছে।
আইএসের বিবৃতিতে বলা হয়েছে, হামলাটি ‘এর (মিনিবাস) ধ্বংস এবং প্রায় ১০ জনকে হত্যা ও আহত করেছে’।
এএফপি বলেছে, তালেবানরা মার্কিন সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতায় ফিরে আসার পর বোমা হামলা ও আত্মঘাতী হামলার সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। তবে আইএসসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী হুমকি হিসেবে রয়ে গেছে।
গত মাসে একটি ব্যাংকে আইএসের আত্মঘাতী বোমা হামলায় একাধিক লোক নিহত হয়। কর্তৃপক্ষ বিস্ফোরণে নিহতের সংখ্যা তিন বলে জানিয়েছে। তবে হাসপাতাল সূত্র এএফপিকে ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।