পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

গাজায় ইসরাইলি আগ্রাসন : যুদ্ধবিরতির ঘোষণা যেকোনো সময়

ছয় দফা নিউজ ডেস্ক:
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার প্রশ্নে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, যেকোনো সময় হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে।

বিবিসি বলছে, শনিবার মিসরের রাজধানী কায়রোতে হামাস প্রতিনিধি দল ও মধ্যস্থতাকারী আলোচনায় বসেছেন সিআইএ পরিচালক। যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার হয়েছে।

এদিকে আলজাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়েছে, ইতিবাচক মনোভাব নিয়েই কায়রোতে আলোচনায় যোগ দিয়েছেন হামাস প্রতিনিধিরা। তারা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নসসহ মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। হামাসকে উদ্ধৃত করে কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল শারক জানিয়েছে, মিসর ও কাতারের মধ্যস্থতাকারীর সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের ভিত্তিতে আলোচনা শেষ করতে হামাস প্রতিনিধি দল শনিবার কায়রোতে গেছে।

একই সঙ্গে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির পর তাদের প্রথম লক্ষ্য জাতীয় ঐকমত্য অর্জন ও গাজার পুনর্গঠন। নাম প্রকাশ না করার শর্তে আল-কুদসকে হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের দাবি ছাড়াই যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছেন তারা। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম ধাপে শুধু নারী, বৃদ্ধ, শিশু ও অসুস্থদের ছাড়া হবে। তাদের ছাড়ার পরও বেশ কয়েকজন ইসরাইলি সেনা তাদের কাছে থেকে যাবে। এই বিষয়টি কাজে লাগিয়ে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে সুবিধা আদায় করে নেবেন তারা। অন্যদিকে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামাসকে নিশ্চয়তা দিয়েছে জিম্মি ও যুদ্ধবিরতির তৃতীয় ধাপ শেষে গাজা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে।

ইসরাইলি গণমাধ্যম মারিভ জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে নিশ্চয়তা দিয়েছে তাতে সন্তুষ্ট হামাস। ইসরাইলি বাহিনী রাফাতে প্রবেশ করবে না ওই নিশ্চয়তার মধ্যে এ বিষয়টিও রয়েছে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ