ছয় দফা নিউজ ডেস্ক:
নেপালের পশ্চিমাঞ্চলে শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১২৮ জন নিহত ও আহত হয়েছে ১৪১ জন।
শনিবার (৪ নভেম্বর) দ্যা কাঠমুন্ডু পোস্ট জানায়, রাত ১১টা ৪৭ মিনিটের এ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোটে। রাত ৩টার দিকে জানা যায়, এঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাজারকোট ও পশ্চিম রুকুম।
জাজারকোট জেলার উপ-পুলিশ সুপার সান্তোস রোখা জানান, জাজারকোটে মৃত্যুর হার বেশি, আহতের সংখ্যা ৫৫ জনেরও বেশি।
দেশটির কর্ণালী প্রদেশের পুলিশ কর্মকর্তারা জানায়, প্রদেশের মৃত্যুর হারে দ্বিতীয় স্থানে রয়েছে রামিদন্ড জেলা। এখানে ৭০ জন আহত হয়েছেন। এছাড়া পশ্চিম রুকুম, আটবিস্কোট ও সানিভেরিতেও হতাহতের খবর পাওয়া গেছে।
এর আগে গত মাসের ২২ তারিখেও কাঠমুন্ডু ও এর আশপাশের অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে ওই সময় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।