পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

এ মাসেই ৫ সিনেমা

ছয়দফা নিউজ ডেস্ক:
ঈদ উপলক্ষে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল। প্রতিটি সিনেমা ব্যবসা করেছে। এর মধ্যে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ব্যবসায়িক দিক থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। জুলাই মাসে কোনো সিনেমা মুক্তি পায়নি। কারণ ঈদের সিনেমা ব্যবসার জন্য কোনো নতুন সিনেমা মুক্তি দেওয়া হয়নি। তবে আগস্ট মাসজুড়ে পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো নিয়েই আজকের আয়োজন।

১৯৭১ : সেই সব দিন
সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমা ‘১৯৭১ : সেই সব দিন’। নন্দিত অভিনেতা ও নাট্যকার প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় ছবিটি নির্মাণ করেছেন তারই কন্যা অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক। এ সিনেমা দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন হৃদি হক। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার দুটি গান। ‘যাচ্ছো কোথায়’ ও ‘ইয়ে শামে’ শিরোনামের গান দুটি প্রশংসিত হয়েছে। এ বিষয়ে হৃদি হক বলেন, ‘১৯৭১ : সেই সব দিন’ ৫০ বছরের বেশি আগের গল্প। এই দীর্ঘ সময়ে শুধু শহরের আদলই বদলায়নি, মানুষের নিত্য অনুষঙ্গ, পোশাকের ধরন, বদলেছে সবই। শুটিংয়ে এ বিষয়গুলোতে দিতে হয়েছে সর্বোচ্চ মনোযোগ। আমাদের হাতে বেশি বাজেটও ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রপার গবেষণা করব। আমাদের চেষ্টা ও যত্নের কোনো ত্রুটি রাখিনি। সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, আবদুন নূর সজল, সানজিদা প্রীতি, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সাজু খাদেম প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৮ আগস্ট।

গোয়িং হোম
‘রাইয়ান’-এর পর নতুন সিনেমা ‘গোয়িং হোম’ নিয়ে এসেছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন মাশরুর। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে মুক্তির পর সিনেমাটি এবার আসছে বাংলাদেশে। ১১ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সাইকোথ্রিলার ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে এক যুবকের শিকড়ে ফেরার আকুলতা নিয়ে। গল্পে মিলেমিশে গেছে বাস্তবতা আর গভীর জীবনবোধ। সিনেমাটি নিয়ে মাশরুর পারভেজ বলেন, ‘এটা এমন একটা সিনেমা, যেটা সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে না। মানুষের মনে এমন কিছু প্রশ্ন রেখে যাবে, যার জবাব তারা খুঁজে বেড়াবেন।’ এ সিনেমায় ছেলের পরিচালনায় অভিনয় করেছেন সোহেল রানা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মাশরুরের মা জিনাত বেগমকেও। আরও আছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুক প্রমুখ। সম্প্রতি রাজধানীর গুলশানে হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার। এতে সিনেমার কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজের তারকারা।

মাইক
সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘মাইক’। শিশুতোষ চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণ করেছেন এফএম শাহীন ও হাসান জাফরুল বিপুল। ছবিটি ১১ আগস্ট মুক্তি পাচ্ছে। নির্মাতা শাহীন বলেন, এই সিনেমার মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে ‘মাইক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি। আরও আছেন-তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী সানজিদ রহমান খান, খোন্দকার মেঘদূত জলিল প্রমুখ।

আম-কাঁঠালের ছুটি
শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ঘরানার ‘আম-কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন, তারা তাদের সেই বয়সের যাপিত জীবনের ছায়া এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা। সেই সঙ্গে আমাদের লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা। প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। অভিনয় করেছেন-লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা প্রমুখ। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে ‘আম-কাঁঠালের ছুটি’। ১৮ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

এমআর-নাইন
কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা এবার আসছে রুপালি পর্দায়। ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা ‘এমআর-নাইন : ডু অর ডাই’। বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে সিনেমার বাজেট ৮৩ কোটি টাকা। এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। চোখ ধাঁধানো ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারটি সবার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

হলিউড অভিনেতাদের মধ্যে ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, ‘দ্য ডার্ক নাইট’-এর মাইকেল জাই হোয়াইট, ‘আর্মি অব ওয়ান’ অভিনেতা নিকো ফস্টারের উপস্থিতি ট্রেলারে উত্তাপ বাড়িয়েছে। বলিউডের ‘পয়জন’ খ্যাত অভিনেত্রী সাক্ষী প্রধান, ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ওমি বৈদ্যকেও দেখা গেছে। চোখে পড়েছে বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবির উপস্থিতি। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে একযোগে ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমাটি।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ