পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

নভেম্বরে প্রবাসী আয় ১৯৩ কোটি ডলার

ছয় দফা নিউজ ডেস্ক: চলতি বছরের নভেম্বরে প্রবাসীরা ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৯ টাকা ৭৫ পয়সা দরে যার পরিমাণ ২১ হাজার ১৮১ কোটি ৭৫ লাখ টাকা। গত বছরের নভেম্বরে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি ১৭২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ কোটি ৪২ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার ডলার।

এর আগে, চলতি বছরের অক্টোবর মাসে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার। এ ছাড়া গত জুলাই মাসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার ।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ ছিল ২ লাখ ৩৪ হাজার ৪৭৫ কোটি ৬৬ লাখ টাকা।

তথ্যসূত্রঃআরটিভি অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ