ছয় দফা নিউজ ডেস্ক: সিলেটের কৈলাশটিলা গ্যাসকূপ থেকে উৎপাদিত গ্যাসের উত্তোলন প্রক্রিয়া আজ বুধবার শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।
এরপরই এই কূপ থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হবে। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এর বাইরে এখান থেকে প্রতিদিন ৭০ ব্যারেল কনডেন্স সেট পাওয়া সম্ভব বলে জানিয়েছে গ্যাসফিল্ড কর্তৃপক্ষ।
১৯৮৮ সালে কৈলাশটিলা ফিল্ডের দুই নম্বর কূপটির যাত্রা শুরু হয়। ১৯৯৫ সালের সেপ্টেম্বর থেকে কূপটি থেকে দৈনিক প্রায় ২৪ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন শুরু করে। কিন্তু গ্যাস স্বল্পতার কারণে ২০২১ সালে কূপটির উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ ।
এরপর বিশেষ প্রকল্পে গ্যাস খননের কাজে নিয়োজিত দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স ৪ মাসের মাথায় কূপের পুনঃখনন কাজ শেষ করে। এতে খরচ হয় প্রায় ৭১ কোটি ৮৫ লাখ টাকা।