পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

গাইবান্ধা জেলায় সবুজের কোল ঘেঁষে গড়ে উঠেছে উত্তরবঙ্গের বৃহত্তম ৪ তারকা রিসোর্ট এসকেএস ইন।

প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ এ ক্যাম্পাসটি প্রায় ৬০ বিঘা এলাকা জুড়ে নির্মিত। এর পুরো অংশজুড়ে রয়েছে কৃত্রিম ফোয়ারা, রকমারী বৃক্ষরাজি, বাঁশঝাড়, কৃত্রিম সুরধ্বনি ও নয়নাভিরাম পুকুরসহ বিভিন্ন স্থাপনা।

গাইবান্ধা শহর থেকে কলেজ রোডের দিকে মাত্র ৪ কি. মি. গেলেই দেখা যাবে এসকেএস ইন (SKS Inn) রেস্ট হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের সাইনবোর্ড। উত্তর জনপদে এতো সুন্দর রেস্ট হাউজ পাওয়া যাবে, তা হয়তো কেউ অতিথি না হলে বুঝতেই পারবেন না।

প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ এ ক্যাম্পাসটি প্রায় ৬০ বিঘা এলাকা জুড়ে নির্মিত। এর পুরো অংশজুড়ে রয়েছে কৃত্রিম ফোয়ারা, রকমারী বৃক্ষরাজি, বাঁশঝাড়, কৃত্রিম সুরধ্বনি ও নয়নাভিরাম পুকুরসহ বিভিন্ন স্থাপনা।

প্রবেশ করতেই হাতের ডান পাশে পরবে জলধারা নামে একটি রেস্টুরেন্ট। প্রাকৃতিক ঝর্ণার আদলে এই রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটি ঝর্ণা। এরপর ছোট ছোট পুকুর পাড়ে এক একটি রেস্ট কটেজ। এসব কটেজ হাউজের নাম করণও করা হয়েছে গাইবান্ধার বিখ্যাত জায়গার নামে এবং বিভিন্ন ফুল, ফলের নামে। গাইবান্ধার আদি নাম ভবানীগঞ্জের নামে রয়েছে একটি কটেজ। এছাড়া বালাশি, সারাবেলা, রাধাকুঞ্জ, কাশফুল, ছায়াপদ্ম, কামিনী, নীলপদ্ম এরকম বিভিন্ন নামে নাম করণ করা হয়েছে কটেজ গুলোকে।

প্রতিটি কটেজের সামনেই রয়েছে জলরাশি। যেখানে মাছ ও হাঁস আকৃতির বিভিন্ন বোট রাখা হয়েছে। আমন্ত্রিত অতিথিরা ইচ্ছা থাকলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যবহার করতে পারবেন এসব বোট।

এসকেএস ইন নিরাপত্তার দিক দিয়েও রাখা হয়েছে সর্বোচ্চ সর্তকতা। পুরো এলাকাটি যেমন সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তেমনি নিজস্ব ফোর্স দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রাতের বেলায় এসকেএস ইন আরো বেশি মনোরম, বেশি সুন্দর। চারদিকে বিভিন্ন কালারের লাইটিং, অল্প দূরত্বেই ছোট ছোট গাছের নিচে বসার জায়গা। ভেতরে ঢুকলেই মিউজিক শোনা যাবে। এসকেএস ইন এর খাবার, এখানকার স্টাফদের ব্যবহার সত্যিই আপনাকে মুগ্ধকর।

যারা গাইবান্ধাতে ভালো মানের রেস্ট হাউজ খুঁজছেন তাদের জন্য এসকেএস ইন এর বিকল্প কোথাও পাওয়া যাবে না। এসকেএস ইন এ লাঞ্চ, ডিনার ও নাস্তার জন্য রয়েছে বাঙালিয়ানা সব খাবার। এছাড়া পাওয়া যাবে চাইনিজ খাবারও। সকালের নাস্তায় পাওয়া যাবে রুটি, পরোটা, ভুনা খিচুরী, মিক্সড সবজি, ডিম, মিষ্টি, চা, কফি, জুস। এরমধ্যে থেকে চাহিদা অনুযায়ী অর্ডার দিলেও পাওয়া যাবে এসব লোভনীয় খাবার।

যাবেন কিভাবে

গাইবান্ধা জেলায় যাওয়ার জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থান হতে এসি/নন-এসি বেশকিছু বাস চলাচল করে। এদের মধ্যে আল হামরা পরিবহন, শ্যামলী এন আর পরিবহন, এস আর ট্রাভেলস প্রাঃ লিঃ ও অরিন ট্রাভেলস উল্লেখযোগ্য। জনপ্রতি বাস ভাড়া বাসের ধরণ অনুযায়ী ৫০০ হতে ১০০০ টাকার মধ্যে। এছাড়াও ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন হতে রংপুর এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস নামে দুটি ট্রেন সকাল এবং রাতে যাতায়াতও করে। গাইবান্ধা জেলা বাসস্ট্যান্ড হতে রিক্সা, অটোরিক্সা দিয়ে সহজে এসকেএস ইন রিসোর্টে আপনি যেতে পারবেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ